সিলেট-৪ আসনে আ.লীগের মনোনয়ন জমা দিলেন ৮ জন

মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন টানা তিন বারের সংসদ সদস্য ও ছয় বারের সাংসদ, বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সহ ৮ জন।
অন্যান্যরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফজলুল হক, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সহকারী পিপি এডভোকেট শাহজাহান চৌধুরী।