সিলেটে কারাগারে থাকা জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। বুধবার রাতে সিলেট নগরীর শিবগঞ্জস্থ সবুজবাগের বাসা ঘেরাও করে শাহপরান থানার একদল পুলিশ ব্যাপক তল্লাশি চালায়। সিলেট নগর জামায়াতের প্রচার সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক ডা. শফিকুর রহমানের সিলেটস্থ বাসায় পুলিশি তল্লাশির নামে হয়রানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর, জেলা দক্ষিণ ও জেলা উত্তর জামায়াতের নেতৃবৃন্দ। তারা বলেন, জামায়াতের আমীর ও তার ছেলে মামলায় কারাগারে আছেন। এরপরও বাসায় পুলিশি তল্লাশির নামে মহিলা ও শিশুদের ভয়ভীতি প্রদর্শন নিন্দনীয় ও উদ্বেগজনক।
বৃহস্পতিবার বিকালে এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিণের নায়েবে আমীর ও দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা দক্ষিণের সেক্রেটারি নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে ফাকা মাঠে গোল দিতে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশে গ্রেপ্তার নির্যাতনের হিংসাত্মক রাজনীতি শুরু করেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রমূলক মামলায় আমীরে জামায়াতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারাগারে আটকে রেখেছে। সরকার শুধু কারাগারে আটকে রেখেই ক্ষান্ত হয়নি, আমীরে জামায়াতের সিলেটস্থ বাসায় তল্লাশির নামে পুলিশি হয়রানি করেছে। যা খুবই নিন্দনীয় ও উদ্বেগজনক।