রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করল বিএনপি
দৈনিকসিলেটডেস্ক
দুই দিন বিরতির দিয়ে আগামী রোববার থেকে আবারও সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, অবৈধ একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং এই সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফার যে চলমান আন্দোলন, সেই আন্দোলন অব্যাহতভাবে চলার প্রত্যয়ে বিএনপির পক্ষ থেকে আগামী ২৬ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।
আমি আস্থা রাখি, যেসমস্ত কর্মসূচি হয়েছে পূর্বে সেই সমস্ত কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের নেতাকর্মী অত্যন্ত বীরত্বের সাথে, সাহসিকতার সাথে দৃঢ় প্রত্যায়ে আগামী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সাফল্যমণ্ডিত করবেন।
এই পর্যন্ত সবগুলো অবরোধ কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের অভিনন্দন জানান রিজভী।
তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে এবং দৃঢ় প্রত্যয়ে ধারাবাহিক অবরোধ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করছেন। আমাদের নেতাকর্মীরা রাস্তায় আছেন। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার আদর্শগত লড়াইয়ে তারা আছেন। তারা কোনো ভোগ-বিলাস, তারা কোনো অর্থ কড়ির জন্য এই কর্মসূচি করছে না। তারা কর্মসূচি করছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।
গত ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে মহাসমাবেশের পর সরকার পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর এবং ১৯ নভেম্বর দুই দফায় সারা দেশে তিন দিন হরতাল এবং ছয় দফায় পর্যায়ক্রমে ১৩ দিন অবরোধ কর্মসূচি পালন করে।