ওসমানী বিমানবন্দর সড়ক ৪ লেন করার পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব পরিকল্পনা কমিশনে

দৈনিকসিলেটডটকম
সিলেটের কৃতি সন্তান ড. এ কে আব্দুল মোমেন এমপি সরকারের পরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবার পর
সিলেটের শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নে অনেকগুলো প্রকল্প হাতে নেন। বেশিরভাগ প্রকল্পের কাজ শেষ হলেও বেশ কিছু মেগা প্রকল্প এখনও চলমান রয়েছে। যা শেষ হতে আরো বছর দুয়েক লাগতে পারে।
এর মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চৌকিদেখী রাস্তা ৪ লেন করার।
তাঁর এই প্রস্তাবটি ইতোমধ্যে জমা হয়েছে পরিকল্পনা কমিশনে। সিলেট মহানগরের লাক্কাতুরা (চৌকিদেখী) থেকে বিমানবন্দর পর্যন্ত সংযুক্ত সড়কটি চার লেনে উন্নীত করতে ৩০৮ কোটি টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে।
সিলেট মহানগর থেকে বিমানবন্দরের সঙ্গে একমাত্র সংযুক্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার। সাড়ে ৯ মিটার প্রশস্ত এ সড়কটিতে ঝুঁকি নিয়ে যান চলাচল করেন লোকজন। দেশের তৃতীয় বৃহত্তম এ আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগসড়কটি দুই লেন হওয়ায় আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সড়ক ও জনপথের সড়ক সার্কেল (সিলেট)-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটির সম্প্রসারণ কাজ চলছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটও বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই সংযোগসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ চাপ মোকাবিলায় দেশের অন্যান্য অবকাঠামোর সঙ্গে সমন্বয় রেখে সংযোগসড়কটি চার লেনে উন্নীত করার একটি প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। তবে কমিশন কিছু পর্যবেক্ষণ দিয়ে পুনরায় প্রস্তাবটি দিতে বলেছে।
এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পাল্টে যাবে বিমানবন্দর থেকে সিলেটে মহানগরের প্রবেশ মুখ। প্রবাসী এবং বিদেশীরা ও বাংলাদেশ এবং সিলেট সম্পর্কে একটা ইতিবাচক ধারণা লাভ করবে।