নেদারল্যান্ডসে ইসলামবিরোধীদের জয়, ডাচ রাজনীতি বড় ধরনের ধাক্কা

দৈনিকসিলেটডেস্ক
নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ইসলামবিরোধী জনতোষণবাদী নেতা গ্রিট ওয়াইল্ডারের দল। বৃহস্পতিবার প্রায় সব ভোট গণনার পর তার ফ্রিডম পার্টি (পিভিভি) ৩৭টি আসনে জয় পেয়েছে। প্রতিদ্বন্দ্বী বামপন্থি জোটের চেয়ে এগিয়ে রয়েছে তারা। খবর বিবিসির।
এই ফল প্রকাশের পর ওয়াইল্ডার বলেছেন, ‘পিভিভিকে আর অগ্রাহ্য করা যাবে না। আমরা শাসন করব।’ তার জয়ে ডাচ রাজনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে। ইউরোপজুড়েও এর প্রভাব পড়তে পারে।
কিন্তু ‘সবার প্রধানমন্ত্রী’ হওয়ার জন্য তাকে অন্য দলগুলোকে জোট সরকার গঠনে রাজি করাতে হবে। ১৫০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য তার দলের প্রয়োজন ৭৬ সদস্যের সমর্থন।
বৃহস্পতিবার ৬০ বছর বয়সী ওয়াইল্ডারকে দলের একটি বৈঠকে নেতাকর্মীদের সঙ্গে জয় উদযাপন করতে দেখা গেছে। বিবিসিকে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি অপর দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার জন্য আগ্রহী। নির্বাচনী পিভিভি নেতা অভিবাসন নিয়ে হতাশাকে পুঁজি করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সীমান্ত বন্ধ এবং ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন নিষিদ্ধ করবেন।