জামালগঞ্জে ভাসমান দোকান ও যানজট নিরসনে বণিক সমিতির সভা

মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে অবৈধ দখলে দোকানপাট উচ্ছেদের দাবি ও যানজট নিরসনে বণিক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। দোকানের সামনে রাস্তা দখল করে দোকান ভাড়া, ফুটপাতে ভাসমান দোকান, রাস্তায় যত্রতত্র অটোরিকশা রাখা ও অবৈধ স্থাপনা নির্মাণ করে অবৈধ দখল নিরসনে সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টায় সাচনা বাজার বটতলায় সভায় সভাপতিত্ব করেন সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল, প্রচার সম্পাদক সত্যরঞ্জন দাসের সঞ্চালনা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ। আরো বক্তব্য রাখেন, সহসভাপতি মো. রজব আলী, বীরমুক্তিযোদ্বা শফিকুল ইসলাম কলমদর, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, বণিক কল্যান সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. খুরশেদ আলম, সদস্য বাবুল রায় ও জসিম উদ্দিন তালুকদার। সভায় আগামী শনিবারের মধ্যে রাস্তায় ভাসমান দোকান এবং ঘরের দোকানদাররা তাদের দোকানের সামনে জায়গা ভাড়া দেওয়া ও রাস্তায় যত্রতত্র অটোরিকশা রাখা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে উপজেলা প্রশাসনের নিকট জোর দাবী জানান। আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন সংস্থার লোকজন ও তাদের ব্যবহৃত যানবাহন চলাচলে যাতে কোনো রকম বাঁধা সৃষ্টি না এজন্য ব্যবসায়ীদের নিকট আহ্বান জানানো হয়।