হবিগঞ্জ ৪ আসনে নৌকার মনোনয়ন পেতে যাচ্ছেন মাহবুব আলী

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জ ৪ চুনারুঘাট-মাধবপুর আসনে আওয়ামিলীগের মনোনয়নে নৌকা প্রতীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী অনেকদূর এগিয়ে বলে মন্তব্য করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
নেত্রী যোগ্য ব্যক্তিকেই প্রার্থীতা দিবেন এবং সেই ক্ষেত্রে এডভোকেট মাহবুব আলী অনেক দূরে এগিয়ে আছেন।
এমপি হলে চুনারুঘাট উপজেলার অমীমাংসিত সকল কাজ সফল ভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি। একদিকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী কাজে শান্তি, উন্নয়ন, সমাবেশসহ সোস্যাল মিডিয়ার বেশ সরগরম। অন্যদিকে বিরোধী দল বিএনপি তফসিল ঘোষণা বাতিল, তত্বাবধায়ক সরকারের দাবী এবং বর্তমানে হরতাল অবরোধসহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে মাঠে রয়েছে। এ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। গত দু’টি সংসদ নির্বাচনে টানা দুইবার জয়ী হন এডভোকেট মাহবুব আলী।
তাঁর আমলে বাল্লা স্থলবন্দরসহ চুনারুঘাট-মাধবপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এডভোকেট মাহবুব আলী বলেন এই সরকারের আমলে যা কিছু উন্নয়ন হয়েছে আর কারো আমলে সেটা হয়নি। হবিগঞ্জ-৪ আসনে আমি জনগণের সমর্থনে নির্বাচিত হয়েছি। জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন। নির্বাচনী এলাকায় তিনি প্রতিনিয়ত মাঠ চষে বেড়াচ্ছেন। মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা নির্মাণে তিনি অবদান রেখে চলছেন। এডভোকেট মাহবুব আলী বলেন, নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন সংগ্রহ এবং জমা প্রদান করেছেন। তিনি আশাবাদী যে, প্রধানমন্ত্রী তাঁকে মনোনয়ন দেবেন। গত দু’টি নির্বাচনে জয়লাভ করার পর থেকে হবিগঞ্জ-৪ আসনের সবকয়টি গ্রাম-গঞ্জে, হাটে-বাজারে ব্যাপক উন্নয়নসহ গণসংযোগ করেছেন। এ আসনে আওয়ামীলীগ থেকে আরো ৭ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ ও জমা প্রদান করেছেন।
তারা হলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নিজামুল হক রানা মোস্তফা শহীদ, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক আরিফুল হাই রাজিব, কেন্দ্রীয় যুবলীগের উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ মিসির আলী ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মুনির। এ আসনটিতে স্বাধীনতার পর দু’বার জাতীয় পার্টির এমপি ছিল। পরে আওয়ামী লীগের হাতে এলে আর হাতছাড়া হয়নি। ’৯১ থেকে ২০১৮সাল পর্যন্ত আওয়ামীলীগের প্রার্থীরাই এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। ভোটের হিসাবে এখানে সব সময় আওয়ামীলীগ এগিয়ে, বিএনপি ৪০ শতাংশ ভোট পেলে আওয়ামী লীগ পায় ৫০ শতাংশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) আওয়ামী লীগের এডভোকেট মাহবুব আলী পান ৩ লাখ ৮ হাজার ৭২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতৃত্বাধীন জোট শরিক খেলাফত মজলিশ মহাসচিব আহমেদ আব্দুল কাদের ৪৬ হাজার ১৮৩ ভোট পান।
১০ম সংসদ নির্বাচনে (২০১৪) আওয়ামী লীগের মাহবুব আলী নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৪৩৩ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ তালা প্রতীকে পান ১৪ হাজার ৭৬০ ভোট। এদিকে বেশ কিছুদিন ধরে এই আসনে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে দলীয় মনোনয়নের আশায় তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মাহবুব আলী ও ব্যারিস্টিার সুমন। স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে জানাগেছে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়ে নৌকা পাওয়ার দৌড়ে ৮ জনের মধ্যে আলোচনায় রয়েছেন মাহবুব আলী ও ব্যারিস্টার সুমন।
দলীয় সভানেত্রী এবারের মনোনয়নের বেলায় তাঁর ঘোষণা অনুযায়ী তৃণমূলে জনপ্রিয়দের প্রাধান্য দিবেন বলেছেন। এ বিষয়টিই মূল ভরসার জায়গা। এমনটিই জানিয়েছেন ব্যারিস্টার সুমন। জানতে চাইলে জাকির হোসেন চৌধুরী বলেন, ‘দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্লিন ইমেজের প্রার্থীকে প্রাধান্য দিলে আমিই মনোনয়ন পাব। এছাড়াও বাকি প্রার্থীরাও নৌকায় চড়ে এমপি হতে চান তারা।