সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ঢাবির সাবেক ভিসি

রাজু আহমেদ রমজান,সুনামগঞ্জ
সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঢাবির সাবেক ভিসি, রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা বাসস এর পরিচালনা বোর্ডের সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান ও জাতীয় যাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আ.আ.ম.স আরেফিন সিদ্দিক। রবিবার বেলা ১১টায় সুনামগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের হলরুমে এ সভা চলে।
প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে ওই দম্পতিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন সাংবাদিকবৃন্দ। মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকতা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আরেফিন সিদ্দিক। প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বাসস এর জেলা প্রতিনিধি আল-হেলাল এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আরেফিন সিদ্দিক এর সহধর্মিণী শিক্ষাবিদ মিরানা সুলতানা, গ্রামীণ জনকল্যাণ পরিষদের পরিচালক ও বিএফএর চেয়ারম্যান জামিল চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, স্হানীয় দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রওনক বকত, যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাছুম হেলাল, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সংবাদ প্রতিদিন ও দৈনিক সিলেট এর প্রতিনিধি রাজু আহমেদ রমজান, সাংবাদিক একে কুদরত পাশা, কেজি মানব, আরটিভির প্রতিনিধি শহীদনুর আহমদ প্রমুখ। উল্লেখ্য, অধ্যাপক আরেফিন সিদ্দিক ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৩-৯৬ পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৪-৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক এবং ২০০৪-০৫ সালে সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ অধ্যাপক সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন। সর্বশেষ ২০২০ সালে রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। বহুগুণের অধিকারী আরেফিন সিদ্দিক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।