সুনামগঞ্জ ৫ আসনে নৌকার মাঝি হলেন যারা

দৈনিকসিলেট প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকেল ৪টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে তিনি জানান।
রাজধানীর ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন ওবায়দুল কাদের।
সুনামগঞ্জ-১ মনোনয়ন পেয়েছেন এডভোকেট রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ আসনে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৩ এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনে মোহম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক।