দাওয়াতুল ইসলাম লুটনে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
দাওয়াতুল ইসলাম লুটন শাখার উদ্যোগে স্থানীয় রাইনহাম ওয়ে কমিউনিটি সেন্টারে দিন ব্যাপী এক শিক্ষা বৈটক অনুষ্টিত হয়েছে।
রোববার (২৬ শে নভেম্বর) দিন ব্যাপী এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতির সভাপতিত্বে অনুষ্টিত শিক্ষা বৈঠকে শুরুতে অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন উক্ত শাখার সহ-সভাপতি ইমাম নূরুর রহমান। কেন্দ্রীয় তারবিয়্যা সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল্লাহ এম রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এ বৈঠকে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় ডেপুটি সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুল মুকিত। বাইয়্যাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় আমীর হাফিজ মাওলানা আবু সাঈদ। সদস্য, মর্যাদা, গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কিত আলোচনা পেশ করেন কেন্দ্রীয় নায়েবে আমীর জনাব ব্যারিস্টার মাওলানা আব্দুল মালিক। শিক্ষা বৈঠক নির্দেশনা ও করণীয় বিষয়ক আলোচনা পেশ করেন নায়েবে আমীর জনাব হাসান মঈন উদ্দিন। লুটন শাখার সেক্রেটারি জনাব আব্দুল করিম জলিল সার্বিক অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। খাদ্য পরিবেশন করেন লুটনের ট্রেজারার ফারুক আহমেদ পারভেজ। অর্ধ শতাধিক পুরুষ ও মহিলা কর্মী সারাদিন ব্যাপি এই শিক্ষা বৈঠকে উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেছেন সিলেটের বিশ্বনাথ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা তজম্মুল আলী সাহেব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখার সভাপতি।