সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোমেন কাল সিলেট আসছেন

দৈনিকসিলেটডটকম
সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) দুই দিনের সফরে সিলেট আসছেন।
দুপুর ২টার সময় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিলেট ওসমানী বিমান বন্দরে তাকে স্বাগত জানাবেন।
বিমান বন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল র. এর দরগাহে যাবেন এবং মাজার জিয়ারত করবেন।
এরপর ড. এ. কে. আব্দুল মোমেন তাঁর পিতা মাতার কবর জিয়ারত করবেন।
পর দিন বুধবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সিলেটে তাঁর মনোনয়নপত্র দাখিল করবেন। রাত ৯.২৫ মিনিটের সময় ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি ঢাকার পথে রওয়ানা দিবেন।