মৌলভীবাজার-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন আহমেদ রিয়াজ
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। মৌলভীবাজার-১ (বড়লেখা -জুড়ী) আসনের জন্য লাঙ্গল প্রতীকে মনোনীত হয়েছেন আহমেদ রিয়াজ উদ্দিন। তিনি বিগত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন