শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর
দৈনিকসিলেট ডেস্ক :
শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগ এর উদ্যোগে শুভ নবান্ন উৎসব-২০২৩ শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মতুয়া মহোৎসব আগামী ১লা ডিসেম্বর ২০২৩ (১৪ অগ্রহায়ন ১৪৩০) শুক্রবার সিলেট নগরীর চৌহাট্রাস্থ ভোলানন্দ রাজকুঞ্জ সেবামন্ডল আশ্রমে অনুষ্ঠিত হবে।
মতুয়া মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট শ্রী প্রদীপ কুমার ভট্রাচার্য্য।
উক্ত অনুষ্ঠানের সিলেটের সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের সভাপতি মতুয়ারত্ন গোসাঁই গোবিন্দ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক এডভোকেট রন চন্দ্র দেব।