হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত বিমান প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ চুনারুঘাট (মাধবপুর) আসনে তৃতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মঙ্গলবার ঢাকা থেকে এলাকায় ফেরেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী ।
এসময় তাকে অভিন্দন জানাতে কয়েক হাজার নেতা কর্মী সমর্থক একত্রিত হন। তারা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ থেকে চুনারুঘাট প্রবেশ পথ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও গাড়ি বহর নিয়ে নৌকার প্রার্থী এডভোকেট মাহবুব আলীকে নিজ আসনের চুনারুঘাট এলাকায় নিয়ে যান। পরে তার শোভাযাত্রাটি চুনারুঘাট শহর ছাড়িয়ে বিভিন্ন গ্রামের পথ পদক্ষিন করে। পরে চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার এসে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -৪ আসনে ৭জন প্রার্থীকে টেক্কা দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান মাহবুব আলী।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল থেকেই তাদের প্রাণপ্রিয় নেতাকে স্বাগত জানাতে আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার জনতা মোটর সাইকেল, প্রাইভেটকার, অটোরিক্সা, পিকআপভ্যান নিয়ে উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় জড়ো হন। পরে বিকেল ৪টায় এই নেতাকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে উপজেলাবাসীকে অভিন্দন জানান এবং নৌকার পক্ষে ভোট দাবি করেন। এসময় এলাকার আপামর জনতা রাস্তার দুই পাশে দাড়িয়ে তাদের প্রাণের নেতাকে স্বাগত জানান। শোডাউন শেষে পৌরসভার মধ্যে বাজারে এক পথ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর আওয়ামিলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম, লুৎফুর চৌধুরী, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরাশি ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকার, রানিগাও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, কাউন্সিলর আব্দুল হান্নান, তাতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান সাধারণ, সম্পাদক শেখ জামাল, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, পৌর যুবলীগের আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম বকুল, যুগ্ম আহবায়ক মাজেদুল হোসেন লুবন, উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, কৃষক লীগ নেতা রিপন মিয়া, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ দিপু সহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা মাহবুব আলীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নৌকার প্রার্থী মাহবুব আলী তার বক্তব্যে বলেন, নেত্রী তৃতীয় বারের মতো আমাকে মনোনয়ন দিয়েছেন। পুনরায় ভোটারদে স্বতস্ফুর্ত অংশ গ্রহনের মধ্যদিয়ে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, এই নৌকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এই নৌকা প্রিয় নেত্রী শেখ হাসিনার, এই নৌকার স্বাধীনতার প্রতীক। কাজেই দেশকে এগিয়ে নিতে নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি পুনরায় বিজয়ী হলে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত রেখে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন । এডভোকেট মাহবুব আলী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাধবপুর উপজেলার সাবেক এমপি প্রয়াত মাওলানা আসাদ আলীর ও মা হুছনে আরা বেগমের পুত্র। তিনি ১৯৬১ সালের ১৭ জুলাই মাধবপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। মাহবুব আলী বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী। অ্যাডভোকেট মাহবুব আলী হবিগঞ্জ-৪ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়া ক্লিন ইমেজের এ রাজনীতিবিদকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় । তিনি পুনরায় নির্নাচিত হলে ফুল মন্ত্রীর দায়িত্ব পাবেন বলে আশা করেন।