জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ
গোয়াইনঘাট প্রতিনিধি
শপথ নিলেন সিলেটের গোয়াইনঘাটের জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে বল্লাঘাট শিকদার মার্কেট মাঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির আহবায়ক আজমল আলীর সভাপতিত্বে ও শেরগুল গোসাইয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।
বিশেষ অতিথি ছিলেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন পারভেজ, টুরিস্ট পুলিশ ইন্সপেক্টর রতন শেখ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, মধ্য জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এনাম উদ্দিন, ব্যবসায়ী আনোয়ার হোসেন জুবের, পূর্ব ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, মোহাম্মদপু মিতালি সবুজ সংঘের সভাপতি রুবেল আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ শামসুদ্দিন আল মিজান। স্বাগত বক্তব্য রাখেন জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও ব্যবসায়ী ফারুক আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সদস্য মুসলিম মিয়া,ছেনু মিয়া প্রমুখ। পরে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।