সিলেট সদর উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার :
সিলেট সদর উপজেলার বলাউরা বাজারে মা এন্টারপ্রাইজ দোকানে ভাংচুর ও হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। এঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নান সদর উপজেলার জালালাবাদ থানায় লিখিত অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহন করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আব্দুল মান্নানের ছেলেরা জামায়াত শিবিরের রাজনীতির সংঙ্গে যুক্ত থাকায় এ হামলা ও ভাংচুর চালানো হয়।
দোকানের মালিক আব্দুল মান্নান বলেন আমার ছেলেরা জামায়াত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় আওয়ামীলীগ নেতা সুজাত আলী রফিকের ইন্দনে স্থানীয় ছাত্রলীগ যুবলীগের এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল (২ মে)রোববার সন্ধার পরে আমার দোকানে চাঁদা দাবী করে,আমি চাঁদা দিতে না চাইলে তারা জয় বাংলা স্লোগান দিয়ে দোকানে হামলা চালিয়ে লুটপাট করে সব নিয়ে যায়।
অভিযুক্ত সুজাত আলী রফিক অভিযোগ অস্বীকার করে বলেন, এই দোকানে বসে জামায়াত শিবির নেতারা নাশকতার পরিকল্পনা করেছিলেন এই খবর আমার কাছে আসলে আমি স্থানীয় ছাত্রলীগ যুবলীগ কে বললে তারা গিয়ে এ পরিকল্পনা প্রতিহত করে, লুটের অভিযোগ মিথ্যা।
জালালাবাদ থানার ওসি খাইরুল ফজল অভিযোগ না নেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।