সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিলেন সেলিম

সুনামগঞ্জ প্রতিনিধি
আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণার পর মনোনয়ন জমা দিয়েছেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আ,লীগের সদস্য ও জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সেলিম আহমেদ।
তিনি বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকে কায্যালয়ে মনোনয়ন দেন।এসময় সুনামগঞ্জ১ (জামালগঞ্জ, তাহিরপুর,র্ধমপাশা ও মধ্যনগর) আসনের দলীয় নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও দলীয় হাই কমান্ড সুস্পষ্ট বলেছেন মাঠ উন্মুক্ত, জনপ্রিয়তা প্রমাণ করার সুযোগ রয়েছে। তাই নির্বাচনকে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতা মূলক করার জন্য সুনামগঞ্জ ১(জামালগঞ্জ, তাহিরপুর ধর্মপাশা,মধ্যনগর উপজেলা) আসনের নির্বাচন করছি। আর শেষ পর্যন্ত থাকব। আমি জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের উন্নয়ন প্রচার করেছি দীর্ঘদিন ধরে। র্ধম বর্ন ভুলে আমি সকল মানুষের বিপদে আপদে পাশে থেকেছি তাই আমাকে সবায় চাইছে। বিশ্বাস আর আশা করি আমার ও আমার নেতাকর্মী শ্রমঘাম বিফলে যাবে না আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।