হারলো রোনালদোর আল নাসর
দৈনিকসিলেটডেস্ক
টানা ১৯ ম্যাচে অপরাজিত আল নাসরকে হারালো আল হেলাল। খেলার ফলাফল দেখে মনে হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর যেন আল হেলালের সামনে তেমন কোনো শক্ত প্রতিপক্ষই নয়। ঘরের মাঠে আল নাসরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আল হেলাল।
গতকাল শুক্রবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি প্রো লিগের খেলায় আল হেলালের বিপক্ষে মাঠে নামে আল নাসর। প্রথমার্ধে কঠিন লড়াই অবতীর্ণ হয় দুই দল। গোল পায়নি কেউই।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬৪তম মিনিটে আল হেলালের হয়ে গোল করেন সার্বিয়ার মিডফিল্ডার সার্গেজ মিলিনকোভিচ-সেভি। দলকে সমতায় ফেরানোর চেষ্টা করেন আল নাসরের খেলোয়াড়রা। কিন্তু পারেননি। উল্টো ম্যাচের মূল সময়ের শেষ মুহূর্তে ৮৯তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে রোনালদোর আল নাসর। আল হেলালের হয়ে এই গোলটি করেন সার্বিয়ার ফরোয়ার্ড আলেকজান্ডার মিত্রভিচ।
এর ৪ মিনিট পর দলের তৃতীয় গোল আর নিজের দ্বিতীয় গোল করেন আল হেলালের জয় নিশ্চিত করেন মিত্রভিচ। এরপর অতিরিক্ত সময়ের ৩তম মিনিটে লালকার্ড দেখেন আল হেলালের ডিফেন্ডার আলি আল বুলাইহি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় পায় আল হেলাল।
চলতি মৌসুমে ১৫ ম্যাচে ১৩ জয় আর ২ ড্রতে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আল হেলাল। অপরদিকে সমান ম্যাচ খেলে ১১ জয়, ১ড্র আর ৩ হারে ৩৪ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর।