আমাদের শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল: শাবি উপাচার্য
শাবিপ্রবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা আইন- শৃঙ্খলা, নিয়ম-নীতি বজায় রাখার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ ক্যাম্পাস উপহার দিচ্ছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়- বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস। এটির পেছনে মূল অবদান শিক্ষার্থীদের। তাছাড়া আবাসিক হলগুলোতে ৯০ শতাংশেরও বেশি শিক্ষার্থী ভর্তি আছে। এতে হলগুলোর একটা এককালীন আয় হচ্ছে। যেটি হলের বিভিন্ন উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন হল প্রভোস্ট ও দপ্তর প্রধান, শিক্ষক – শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।