নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়: ‘সকল শুকরিয়া মহান আল্লাহর’
দৈনিকসিলেটডেস্ক
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নামজুল হোসেন শান্তর সেঞ্চুরি ও তাইজুল ইসলামের ১০ উইকেটের নৈপুণ্যে ১৫০ রানের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ফিফটি করে বাংলাদেশের জয়ে অবদান রেখেছিলেন মুশফিকুর রহিমও।
দাপুটে এই জয়ের পর সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মিস্টার ডিপেন্ডবল একটি ছবি পোস্ট করেন। যেখানে জয়ের পর ড্রেসিংরুমে সবাইকে উদযাপন করতে দেখা যায়। আর ছবি ক্যাপশনে তিনি লিখেছেন, সকল শুকরিয়া মহান আল্লাহর দরবারে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৮টি টেস্ট খেলল বাংলাদেশ। জয় পেল দ্বিতীয়টিতে, ড্র করেছে ৩টিতে। যেখানে গত বছরই কিউইদের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল টাইগাররা। সেটি ছিল আবার তাদেরই মাটিতে। আর ঘরের মাঠে সপ্তম টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ।
জয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ পঞ্চম দিন মাঠে নামে। দিনের শুরুতে ফিফটি করা ড্যারেল মিচেলকে ফেরান নাঈম হাসান। ১২০ বলে ৭টি চারে ৫৮ রান করেন মিচেল। কিছুটা প্রতিরোধ গড়া ইশ সোধি (৯১ বলে ২২ রান) ও টিম সাউদিকে (২৪ বলে ৩৪ রান) ছেঁটে ফেলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার এবার পেলেন ৬ উইকেট। সব মিলিয়ে ১০ উইকেট পাওয়া এই স্পিনার ম্যাচ সেরাও হয়েছেন।