চলন্ত ট্রেনেই বিয়ে সারলেন তারা
দৈনিকসিলেটডেস্ক
এবার ট্রেনে বিয়ে করে তাক লাগালেন ভারতের এক যুগল। দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনে ব্যস্ত সবাই। যাত্রীতে ঠাসা। তার মাঝেই হল এই বিয়ের অনুষ্ঠান।
সনাতন রীতিমতো মালাবদল করে সিঁদুরদানের পর গলায় মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে হল এক যুগলের।
তাদের বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পৌষের খরা কাটিয়ে, অগ্রহায়ণ পড়তেই শুরু হয়েছে বিয়ের মৌসুম। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে রয়েছে নবদম্পতিদের ছবি, ভিডিওতে। ঝাঁ-চকচকে সেই সব বিবাহবাসর কিংবা ডেস্টিনেশন ওয়েডিং-এর থেকে একেবারেই ভিন্ন ধারার এই বিয়ে।
ট্রেনযাত্রীদের তত্ত্বাবধানেই মালাবদল করছেন ওই যুগল। নিয়ম মেনে হচ্ছে সিঁদুরদানও। সব শেষে মঙ্গলসূত্র পরিয়ে বিয়ের প্রাথমিক কাজ সম্পন্ন হতে দেখা গিয়েছে ভাইরাল হওয়া ওই ভিডিওতে।
এই ভিডিও ছড়িয়ে পড়তেই ওই দম্পতির জন্য আসছে শুভেচ্ছা বার্তা। বিয়ের বাজেট কম থাকলে মন্দিরের বদলে ট্রেনকেই বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন এক দল নেটাগরিক। আসানসোল থেকে জসিডিগামী ট্রেনেই নাকি ঘটেছে এই ঘটনা।