যাদুকাটা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবে দুই শ্রমিকের মৃত্যু
দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
নিহতরা হলেন, নূরুল আমিন (২৭)। তিনি ওই উপজেলার চিকসা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। অপরজন হলেন, মোহাম্মদ সামায়ুন কবির (২৯)। তিনি একই গ্রামের মোহাম্মদ আব্দুস শহীদের ছেলে।
পুলিশ ও স্থানীয় শ্রমিকরা জানান, শনিবার রাতে বারকী নিয়ে এক দল শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন, যাদুকাটা নদীর জামাইল্লারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বাল্কহেডের শ্রমিকবাহী নৌকার ওপর উঠে যায়। এতে শ্রমিকদের নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা ডুবে যাওয়া শ্রমিকদের উদ্ধার করলেও দুই জন নিখোঁজ থেকে যান। খবর পেয়ে সুনামগঞ্জ সদর ফায়ার সার্ভিস অফিস থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে আভিযান চালিয়ে আজ সকাল সাড়ে ৮টার দিকে নূরুল আমিন, সামায়ুন কবিরের মরদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।