ড. মোমেনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রত্যাখান পররাষ্ট্র মন্ত্রণালয়ের

দৈনিক সিলেট ডট কম
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে খবর ছেপেছে দেশের প্রথম সারির এক ইংরেজী দৈনিক। এ ভিত্তিহীন খবর প্রচারের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় কোন সরকারি গাড়ি ব্যবহার করেননি। এমনকি তাঁর এ সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা তার সফর সঙ্গী হননি।
তিনি তাঁর নির্বাচনী এলাকায় কোন জনসভায় করেননি। পররাষ্ট্রমন্ত্রী তাঁর বাসভবনে স্থানীয় কয়েকজন সিটি কাউন্সিলর সহ নিকট বন্ধু এবং সহকর্মীদেরকে চায়ের আমন্ত্রণ জানান ও কুশলাদি বিনিময় করেন।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে কোন অপপ্রচার না করার আহবান জানান হয়।