জয়ীতা সম্মাননা পেলেন তাহিরপুরের “নারী সাংবাদিক জাকিয়া”
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রত্যন্ত জনপদ মাটিয়াইন হাওরপাড়ের দুই নারী পেয়েছেন “জয়ীতা সম্মাননা”। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে জয়িতা সম্মাননা প্রদান করে যৌথভাবে সুনামগঞ্জ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর।
সম্মাননাপ্রাপ্ত দুই নারী হলেন- তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের জাকিয়া সুলতানা ও গোলকপুর গ্রামের নাদিয়া আক্তার। সুনামগঞ্জ জেলায় বর্তমানে কর্মরত একমাত্র নারী সাংবাদিক জাকিয়া সুলতানা। ভাঠির কন্ঠ নামে একটি অনলাইন ও অফলাইন পত্রিকার প্রকাশক-সম্পাদক তিনি। জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন হাওর ভাঠির এই নারী সাংবাদিক। উল্লেখ্য, পার্শ্ববর্তী শ্রীপুর উত্তর গ্রামের মৌসুমী বেগম ও নাছরিন আক্তার ডলি একসময় জেলা পর্যায়ের প্রথম নারী সাংবাদিক ছিলেন তারা। বর্তমানে সংসারী হয়ে সাচ্ছন্দ্যে জীবনধারণ করছেন এই দুই নারী সাংবাদিক।
জানা গেছে, শিক্ষা ও সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে জাকিয়া সুলতানা’কে এ সম্মাননা প্রদান করা হয়। নির্যাতন ও বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে নাদিয়া আক্তার পেয়েছেন জয়ীতা সম্মাননা। জেলায় মোট ১০ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরীতে জয়ীতা সম্মাননা দেওয়া হয়েছে। এরমধ্যে জেলা পর্যায়ে ৫জন ও বিভিন্ন উপজেলার ৫জনকে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নারীর জন্য বিনিয়োগ’ সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম এর পরিচালনায় সভায় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও জয়ীতা সম্মাননাপ্রাপ্ত ১০ নারী বক্তব্য প্রদান করেন।