যুক্তরাজ্যে ভিজিট ভিসায় গিয়ে কাজ করার সুযোগ
দৈনিকসিলেটডটকম
যুক্তরাজ্যের ভিজিট বা ভ্রমণ ভিসায় এতদিন কাজ করার সুযোগ না থাকলেও এখন থেকে ভিজিটে এসে কাজ করা যাবে। গত ৭ ডিসেম্বর ব্রিটেনের হোম অফিস একটি পরিবর্তন ঘোষণা করেছে, যার মাধ্যমে স্টান্ডার্ড ভিজিটররা কাজ করার সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে ভিজিট ভিসার সঙ্গে একটি অনুমোদন নিতে হবে।
এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে একজন ইমিগ্রেশন এক্সপার্ট বলেন, ভিজিট ভিসায় এসে কাজ করার ক্ষেত্রে যে বাধা ছিল তা হোম অফিস তুলে নিয়েছে।
ফ্যামিলি ভিজিটর, হলিডে কাটাতে আসা টুরিস্টরা ভ্রমণের পাশাপাশি কাজ করতে পারবেন। তবে কাজ করাই যেন মূল উদ্দেশ্য না হয়। অতীতে যেসব ইসলামি বক্তা এদেশে ওয়াজ করতে আসতেন তারা ভিজিট ভিসায় এসে বক্তব্য রাখার জন্য কোনও অর্থ গ্রহণ আইনত করতে পারতেন না। এখন পারবেন। একজন আইনজীবীও ভিজিট ভিসায় এসে পরিবর্তিত নিয়মে নানা সেবা দিতে পারবেন।
উল্লেখ্য, প্রতিবছর ব্রিটেন প্রায় ৪০ মিলিয়ন ভিজিটরকে স্বাগত জানায়। স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা একজন ব্যক্তিকে ৬ মাস পর্যন্ত ইউকে ভ্রমণের অনুমতি দেয়। ৬ মাসের স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসার জন্য ১০০ পাউন্ড ফি দিতে হয়।
সূত্রঃ ইউকেবিএ
——————————————————————————————
যুক্তরাজ্যের ভিজিট ভিসা অনলাইনে আবেদন করার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান:
অনলাইন ভিসা হেল্প সেন্টার
Online Visa Help Center
ভিসা ফি এবং সার্ভিস চার্জ ছাড়া কোনো টাকা নেওয়া হয়না
স্বাক্ষাতের জন্য যোগাযোগ করুন
হক সুপার মার্কেট ২য়তলা
পূর্ব জিন্দাবাজার,সিলেট
০১৬৮০০০৩৮৫২
——————————————————————————————-