হবিগঞ্জে বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
দৈনিকসিলেটডটকম
হবিগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের সময় সাংবাদিক নিরঞ্জন গোস্বামী শুভ চোখে আঘাত পেয়েছেন। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। শুভ মাইটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
জানা যায়, দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন করছিলেন বিএনপি নেতারা। এসময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা একদিক থেকে ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা টিয়ারশেল ছোড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে কথা বলতে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের সরকারি মোবাইল ফোন নম্বরে কল দিলেও তারা রিসিভ করেননি।