বালাগঞ্জকে হাওরাঞ্চল ঘোষণায় প্রচেষ্টা অব্যাহত থাকবে: বিভাগীয় কমিশনার
বালাগঞ্জ প্রতিনিধি
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বালাগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন।
১০ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা পরিষদ নিমলায়তনে মতবিনিময়কালে বিভাগীয় কমিশনারের কাছে বালাগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মাঠ পর্যায় থেকে উচ্চ পদস্থ কর্মকর্তরা এখন নির্বাচন কমিশনের অধিনে কাজ করছেন। অবাধ, সুষ্টু ও নিরপেক্ষভাবে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে আমাদের নজর রাখতে হবে। সিলেট বিভাগে প্রায় বিশ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারির পদ শূন্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি প্রতিটি দপ্তরে জনবল সংকট রয়েছে, স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে এই জনবল নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বালাগঞ্জ উপজেলাকে হাওরাঞ্চল ঘোষণার বিষয়ে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সঞ্চালনায় বক্তৃতা করেন, সিরেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) হুসাইন মোহাম্মদ আল জুনায়েদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম মোহাম্মদ আল সাফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন।
বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তৃতা করেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাস, নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব ও শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুঁইয়া প্রমুখ। এদিকে, মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনারকে বালাগঞ্জের শীতলপাটিসহ শীতলপাটির তৈরী বিভিন্ন উপকরণ উপহার দেওয়া হয়। এর আগে বালাগঞ্জ তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় ও বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।