সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্ব মানবাধিকার দিবস পালিত
শাবিপ্রবি প্রতিনিধি
“সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও মানবাধিকারকে সমুন্নত করার লক্ষ্যে সিলেটের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমেরিকান কর্ণার এবং আইন বিভাগের উদ্যোগে এ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে এক সেমিনারের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।
উপাচার্য বলেন, “কেবল মানবাধিকারই নিশ্চিত করতে পারে বিশ্বে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করতে। আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার তথা মানুষের অধিকার সুরক্ষায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এসআইইউ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যার ফলস্বরূপ এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা আইনী সেবার মাধ্যমে সুনামের সাথে সারা বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে।”
এসময় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টের সদস্য শামীম আহমেদ, বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদের ডিন এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, আমেরিকান কর্ণারের পরিচালক জনাব মোস্তফা কামাল প্রমুখ।
এছাড়া সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ শারমিন খানম নীলা বলেন।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন অধ্যাপক মো. মাহমুদুল হাসান খান।
প্রসঙ্গত, ১৯৪৮ সালের এই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। আর তারই ধারাবাহিকিতায় প্রতিবছর এই দিনে পালন করা হয় বিশ্ব মানবাধিকার দিবস।