রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য দেখার পর মা-বাবা হতবাক: তৃপ্তি
দৈনিকসিলেট ডেস্ক :
বালিউডের রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। রীতিমতো বলিউডের নতুন ক্রাশ বলা হচ্ছে অভিনেত্রী।
বিশেষ করে রণবীর কাপুরের সঙ্গে তরুণ এ অভিনেত্রীর একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিকমাধ্যম থেকে গণমাধ্যম সব জায়গাতেই চলছে তুমুল আলোচনা।
বিষয়টি চোখে পড়েছে তৃপ্তির নিজেরও। ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীরের সঙ্গে বিছানায় একদমই খোলামেলা অবতারে দেখা মিলেছে তার। মেয়েকে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে আবিষ্কারের পর মা-বাবার কেমন প্রতিক্রিয়া ছিল সেটিই এক সাক্ষাৎকারে জানিয়েছেন খোদ অভিনেত্রী নিজেই।
তৃপ্তি বলেন, ‘রণবীরের সঙ্গে সেই অন্তরঙ্গ দৃশ্য দেখার পর মা-বাবা একটু হতবাকই হয়েছিলেন। আমাকে বলেন, তারা কখনো এ ধরনের ছবি দেখেননি। আমি এমন দৃশ্যে অভিনয় না করলেই পারতাম।’
তবে এই অভিনেত্রীর ভাষায়, মেয়ের দিক থেকে বিষয়টি বুঝেছেন বাবা-মা। পরক্ষণেই বলেছেন, ‘ঠিক আছে। অভিভাবক হিসেবে তোমার বিষয়টি আমরা অবশ্যই বুঝব।’
নিজের অভিভাবককে তৃপ্তি বলেন, ‘আমি কোনো অন্যায় করছি না। এটা আমার কাজ এবং যতক্ষণ পর্যন্ত আমি এতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করি, ততক্ষণ পর্যন্ত এতে কোনো সমস্যা দেখি না।’
তৃপ্তি জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজের চরিত্রের ওপর শতভাগ বিশ্বাস করা জরুরি এবং সেই কাজটিই তিনি করেছেন।
এর আগেও ‘বুলবুল’ ও ‘কালা’র মতো সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। কিন্তু তখন তাকে নিয়ে এতটা আলোচনা হয়নি। সমালোচকরা মনে করছেন ‘অ্যানিমেল’ সিনেমায় তাকে সাহসী অবতারে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকরা। সে জন্যই এত আলোচনা। সূত্র: আনন্দ বাজার