আরব আমিরাতে হৃদরোগে আক্রান্তে বাংলাদেশির মৃ-ত্যু
দৈনিকসিলেট ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ জানে আলম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার দেশটির স্থানীয় সময় দুপুর ২টায় তিনি নিজ বাসায় মারা যান।
জানে আলমের সহকর্মী মুহাম্মদ রুবেল জানান, গত শনিবার দুপুরে রান্না শেষে ওয়াশরুমে যান জানে আলম। প্রায় একঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ওয়াশরুম থেকে তিনি বের না হওয়ায় সহকর্মীরা বাইরে থেকে তাকে ডাকাডাকি করেন। কিন্তু এতেও কোনো সাড়া শব্দ না পেয়ে সহকর্মীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও চিকিৎসকরা এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানে আলমকে মৃত ঘোষণা করেন। বিকেল ৩টায় তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতাল মর্গে রাখা হয়।
জানে আলম দুবাইয়ের বাংলাবাজার এলাকায় থাকতেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নের বাসিন্দা। তার মৃত্যুতে প্রবাসী কমিউনিটিসহ তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।