মাধবপুরে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা দিলেন উপজেলা প্রেসক্লাব
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সানের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রেসক্লাব।
উপজেলা প্রেসক্লাবে’র আয়োজনে রোববার (১০ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী, সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ সভাপতি সুজন রায়, যুগ্ম সম্পাদক মোঃ হামিদুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর, দৈনিক মতপ্রকাশ পত্রিকার প্রতিনিধি মোঃ নাহিদ মিয়া, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি শেখ জাহান রনি, দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার প্রতিনিধি মোঃ শাহিন মিয়া, দৈনিক হবিগঞ্জ পত্রিকার প্রতিনিধি মোঃ জাকির হোসেন চৌধুরী প্রমূখ।