হবিগঞ্জে পেঁয়াজের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
দৈনিকসিলেট প্রতিবেদক
হবিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত দেখে আগের দামে পেঁয়াজ বিক্রি করেছেন ব্যবসায়ীরা। এ সময় অনেক ক্রেতা লাইন ধরে পেঁয়াজ কিনে নেন।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হবিগঞ্জ শহরের সবচেয়ে বড় চৌধুরীবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দা সিনহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ক্রেতারা প্রতি কেজি পেঁয়াজ ১২৫ টাকা করে কিনেছেন। অভিযান পরিচালনাকালে একটি দোকানে অতিরিক্ত টাকায় পেঁয়াজ বিক্রি করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত আসার আগে প্রতি কেজি পেঁয়াজ ১৬০ থেকে ১৮০ টাকা ধরে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দা সিনহা বলেন, আমাদের উপস্থিতিতে ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করছেন। কেউ যদি এর ব্যতিক্রম করে তার বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে।