হবিগঞ্জ জেলাজুড়ে প্রথম দিনে ৫৯ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ রাখতে ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলাজুড়ে প্রথম দিনের অভিযানে ২৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন।
সোমবার (১২ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা যায়, ১ম দিনে জেলার ৯টি উপজেলায় একযোগে অভিযান করা হয়। এসময় পেয়াজে অতিরিক্ত মূল্য রাখা এবং পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ২৭জন ব্যবসায়ীকে ৬৯হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শহরে ৬জন, বানিয়াচং উপজেলায় ১২জন, লাখাইয়ে ২জন, বাহুবলে ৪জন এবং নবীগঞ্জ উপজেলায় ৩জন ব্যবসায়ী।
এছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ী সর্তক করা হয়। এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবাবন্দ সিনহা জানান, জেলা প্রশাসকের নির্দেশে জেলার প্রতিটি হাটবাজারে একযোগে অভিযান করা হয়।
এসময় জরিমানার পাশাপাশি বেশ কয়েকজনকে সর্তক করা হয়েছে। তাছাড়া ১২৫ টাকা দামে পেয়াজ বিক্রি নিশ্চিত করা হয়। উল্লেখ্য, গত রবিবার বিকালে জেলা প্রশাসক দেবী চন্দ জেলার সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে জরুরী সভা করে পেয়াজের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।