সুনামগঞ্জে পেয়াজ ব্যবসায়ীদের জরিমানা
সুনামগঞ্জ প্রতিনিধি
অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলার জগন্নাথপুর উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুইয়া অভিযান পরিচালনা করেন।
এ সময় অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অভিযোগে মেসার্স বাউধরণ ভেরাইটিজ স্টোর ১০ হাজার এবং হাবিব ভেরাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়ে বলে জানা গেছে। অন্যদিকে, পেয়াজের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলার দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার নরসিংপুর বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী। এ সময় বিভিন্ন আড়ৎ থেকে পেয়াজ ক্রয়ের মুল্য তালিকা দেখেন এবং গোদামে পেয়াজের মজুদ আছে কি না যাচাই করেন। পরে ১২০ টাকা দরে মূল্য নির্ধারণ করে দেন তিনি। তবে কাউকে কোন জরিমানার আওতায় আনা হয়নি।
অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রি না করার জন্য প্রথম পর্যায়ে সব দোকানীদের সতর্ক করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।