আওয়ামীলীগ সরকার যে কথা দেয় তা রাখে: মন্ত্রী ইমরান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, জনগনের রায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। মঙ্গলবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কথা দেন, নির্বাচিত হলে সেই কথা রাখেন।
আওয়ামীলীগ সরকারের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে তা আপনারা স্বচক্ষেই দেখতে পাচ্ছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আপনারাই সিদ্ধান্ত নিবেন কাকে ক্ষমতায় আনা দরকার। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছি আমরাও। তারই ধারাবাহিকতা রক্ষায় আবারো আওয়ামীলীগ সরকারকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সামসুল আলমের পরিচালনায় সভার সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, সদস্য হাজী আ. আউয়াল, শাহ মোহাম্মদ জামাল উদ্দিন চেয়ারম্যান, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বাবুল মিয়া, সানুর আলী, আব্দুস সামাদ, রতন মিয়া, সমুজ আলী প্রমুখ।