ওসমানীনগর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ

বালাগঞ্জ প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কামিনিকান্দি গ্রামের ছমরু মিয়ার ছেলে মানসিক ভারসাম্যহীন ইসমাঈল আলী (৬৬) নিখোঁজ হয়েছেন। জানা গেছে, ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি বাড়িতে ফেরেননি।
আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মিলে নি। এবিষয়ে নিখোঁজ ইসমাঈল আলীর স্ত্রী রিজিয়া খাতুন ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরির আবেদন (জিডি) করেছেন। নিখোঁজ ইসমাঈল আলীর উচ্চতা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, পরনে চেক লুঙ্গি এবং জ্যাকেট। মুখমন্ডল গোলাকার, চোখের বর্ণ কালো। চুল কালো ও মাঝারি আকৃতির। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে ওসমানীনগর থানা বা এই মোবাইল নম্বরে (০১৭২৬-০১৫৭১৮) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো