উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সম্প্রতি উপজেলার লামাকাজী ইউনিয়নে অবস্থিত এ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন খাজাঞ্চীগাঁও নিবাসী সাবেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম নছির উদ্দিন খানের পুত্র শিক্ষানূরাগী,লেখক ও কবি জসিম উদ্দিন খান। কমিটির দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের পুত্র শিক্ষাবিদ জহুরুল হোসেন জহির, অভিভাবক সদস্য হিসেবে সৈয়দ আনোয়ার হোসেন ,মোহাম্মদ মানিক মিয়া,শামীম আহমদ, নিরেন্দ্র দাস,মহিলা অভিভাবক সদস্য তাহমিনা বেগম এবং শিক্ষক প্রতিনিধি মোঃ অলিউর রহমান,মোঃ রাকিবুল ইসলাম, মহিলা শিক্ষক প্রতিনিধি মনুষা রানী দাস,ও সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার।
বিষয়টি নিশ্চিত করে দৈনিক সিলেটডটকমকে মুঠোফোনে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার।