ষোলো দিনব্যাপী কেমুসাস বইমেলা শেষ হচ্ছে শনিবার.

দৈনিকসিলেটডটকম
বিজয়ের মাসের প্রথম দিনে শুরু হওয়া কেমুসাস বইমেলা শেষ হচ্ছে শনিবার। বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিনই নগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদে জড়ো হচ্ছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বিশেষ করে শুরু থেকেই প্রতিদিন বইমেলায় ব্যাপক কর্মসূচী থাকায় সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দের উপস্থিতি লক্ষ করা গেছে। মেলায় দেশের স্বনামধন্য প্রকাশনি সংস্থা ছাড়াও স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান গুলোর স্টল রয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বইমেলার চৌদ্দতম দিনে মেলা প্রাঙ্গণে প্রচুর ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
জসীম বুক হাউসে কথা হয় প্রকাশক জসিম উদ্দিনের সাথে। তিনি জানান, গেল দুদিন থেকে বই বিক্রি বেশ ভালো হচ্ছে। জসিম প্রকাশনির বই ছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পছন্দ তরুণ প্রজন্মের। তিনি জানান, সব ধরণের বইই রয়েছে আমার স্টলে। প্রথম দিন থেকে মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও এখন প্রতিদিনই আনাগোনা বাড়ছে। বিক্রি বেশ ভালো হচ্ছে। বিশেষ করে প্রতিদিন মেলাকেন্দ্রীক কর্মসূচী থাকায় সকল শ্রেণী পেশার লোকজন মেলায় আসছেন।
এদিকে কেমুসাস বইমেলা প্রাঙ্গনে বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক। এ সময় তিনি বলেন, বলেছেন,ডিসেম্বর বাঙালির জাতীয় জীবনে যেমন পরম প্রাপ্তি ও অনন্য গৌরবে উজ্জ্বল, তেমনই মর্মান্তিকতায় আচ্ছন্ন। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনাময় স্মৃতি নিয়েই প্রতিবছর আমাদের পালন করতে হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।গভীর শ্রদ্ধায় এই দিনটিতে স্মরণ করা হয় জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের।
কেমুসাস সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট কামাল তৈয়বের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মদন মোহন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য।
স্বাগত বক্তব্য রাখেন সপ্তদশ কেমুসাস বইমেলা উপকমিটির সদস্য সচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন কেমুসাস সাধারন সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু, অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ।
অনুষ্ঠানে বুদ্ধিজিবীদের নিয়ে কবিতা পাঠ করেন সামসাদ গাজী ও মাসুদা সিদ্দিকা রুহি।
এবারের বইমেলাটি সাহিত্য সংসদের সাবেক সভাপতি দেওয়ান ফরিদ গাজীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। দরগাগেইটস্থ সংসদ চত্বরে আয়োজিত বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।