সিলেট সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ

সীমান্ত প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের জওয়ানরা। জব্দকৃত মামলামালের মেধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী, লেহেঙ্গা, শাল,সুয়েটার,রুমাল, বডিলোশন, ক্রীম এবং একটি টাটা ট্রাক।
রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর সন্ধ্যা রাতে গোপন সংবাদে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালায় বিজিবি শ্রীপুর ক্যাম্পের জওয়ানরা। এসময় ট্রাক ভর্তি ভারতীয় মালামাল জব্দ করা হয়। এরমধ্যে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী, লেহেঙ্গা, শাল, সুয়েটার, রুমাল, বডি লোশন, ক্রীম রয়েছে। এসবের বাজার মূল্য ৩ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৫০০ টাকা হবে বলেও জানানো হয়।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শনিবারর সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর বিওপি’র টহলদল চোরাকারদের ফেলে যাওয়া ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল নিয়ে ট্রাকটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকলে মালামাল জব্দ করা হয়। এসময় চোরাকারবাবিরা পালিয়ে যায়।জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।