বিজয় দিবসে সুরমা বয়েজ ক্লাবের পুরস্কার বিতরণ

দৈনিকসিলেটডটকম
মহান বিজয় দিবস উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
সুরমা বয়েজ ক্লাবের সহ সভাপতি গোপাল বাহাদুর এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার এর সভাপতি মো. সাদ মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সাংবাদিক সুবর্ণা হামিদ, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ।
১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।