৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা
দৈনিকসিলেটডটকম
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, করের পাড়া আঞ্চলিক শাখা ও ইউনিট কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর করেরপাড়াস্থ ওয়াকওয়ে পয়েন্টে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮নং ওয়ার্ড করেরপাড়া ইউনিট কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার দেব নিপু এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবলীগের অর্থ সম্পাদক আনিসুর রহমান তিতাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সদস্য সুদীপ দেব, মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা জামাল পাশা, কানাই লাল দত্ত, অরুন কুমার দেব, এডভোকেট কল্লান চৌধুরী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী লিটন, আকিকুর রহমান আকিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ দেব, লিটন পাল, মহানগর যুবলীগ নেতা রাহেল আহমদ চৌধুরী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৃজল আহমদ তালুকদার, তানবির আহমদ, আনসার আহমদ, শ্যামল সেনাপতি, ফয়ছল কাদের পাওয়েল, কয়েস আহমদ, রাজ দে, সঞ্জয় দত্ত আব্দুল জলিল, বিকাশ ঘোষ, জালালাবাদ থানা আওয়ামীলীগের উস্তার আলী, মখবুল হোসেন, মনোহর আলী, দুলাল হোসেন প্রমুখ।