মুগ্ধতা ছড়ালো অভিষেক-ঐশ্বরিয়ার ১২ বছরের কন্যা (ভিডিও)

দৈনিকসিলেটডেস্ক
সজ্জিত মঞ্চে বাহারি আলোর খেলা। মঞ্চে দাঁড়ানো অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া বচ্চনের কন্যা আরাধ্য বচ্চন। সাবলীল ভঙ্গিতে আরাধ্য ইংরেজি ভাষায় বলছে, ‘ইভিল লাইক মি।’ এরপর বেজে উঠে মিউজিক। সংলাপ বলার পাশাপাশি নাচতে থাকে ১২ বছর বয়সী আরাধ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়; যা এখন রীতিমতো ভাইরাল।
আরাধ্যর স্কুলে মঞ্চস্থ হয় নাটক। আর সে নাটকে পারফর্ম করেন অমিতাভের নাতনি। আরধ্যর পারফরম্যান্সের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। কবিতা নামে একজন লিখেছেন, ‘আত্মবিশ্বাসের সঙ্গে পারফরম্যান্স করেছে। এগিয়ে যাও আরাধ্য।’ রাহা লিখেছেন, ‘সে ন্যাচারালি ঐশ্বরিয়ার মতো।’ অনেকে আরাধ্যর অভিব্যক্তির সঙ্গে ঐশ্বরিয়ার মিল খুঁজে পেয়েছেন। এ নিয়ে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছে আরাধ্য। কন্যার পারফরম্যান্স দেখতে এদিন হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। শুধু তাই নয়, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও এ দিন উপস্থিত ছিলেন দর্শক সারিতে। নাতনির পারফরম্যান্স দেখে মুগ্ধ অমিতাভ বচ্চনও। তা ছাড়া এ মঞ্চে পারফর্ম করেন শাহরুখ খানের ছোট ছেলে। এদিন শাহরুখ খান, তার স্ত্রী গৌরি খান ও কন্যা সুহানা খানও উপস্থিত ছিলেন।
২০০৭ সালে ভালোবেসে বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক। ২০১১ সালে এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় তাদের কন্যা আরাধ্য।https://www.instagram.com/reel/C05UXNMvloM/?utm_source=ig_web_button_share_sheet