শ্যালিকার বিয়েতে পরিবারসহ মেসি
দৈনিকসিলেট ডেস্ক :
দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতান লিওনেল মেসি। গত বছরের ১৮ ডিসেম্বর ক্যারিয়ারে অপ্রাপ্তি ঘোচান এই মহাতারকি। অথচ অনেকেই তাকে সেসময় বুট জোড়া তুলে রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মেসি শুনেছেন নিজের হৃদয়ের কথা। নিজে শিরোপা জিতে আর্জেন্টিনারও অপেক্ষার পালা শেষ করেন। গতকাল আলবিসেলেস্তাদের বিশ্বকাপ জয়ের এক বছর পূর্ণ হয়েছিল।
বিশ্বজয়টা মেসি অবশ্য উপভোগ করছেন নিজ শহর রোসারিওতে। গত রবিবার স্ত্রী-সন্তানসহ জন্মশহরে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে ফিশারটন বিমানবন্দরে নেমেছেন। মূলত বড়দিনের ছুটি কাটাতে এলেও এবার একটি বিশেষ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।
মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ছোট বোন কার্লার বিয়ের অনুষ্ঠান রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি।
এদিকে বিয়ে ও বড়দিনের ছুটি কাটিয়ে মেসি মায়ামিতে ফিরে যাবেন। ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবেন ‘এলএম টেন।’