জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের আলোচনা সভা

দৈনিকসিলেটডটকম
জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্গন, কবিতা আবৃত্তি ও উপস্থিত ব্যক্তব্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর মহা ব্যবস্থাপক (প্রশাসন) মো. আবদুল্লাহ এর সভাপতিত্বে ও জান্নাতুন নাজনীন আশার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস কর্মচারীলীগ-১৬৯০ (সিবিএ) এর সভাপতি মো. শাহ আলম ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদ, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আবু হাসনাথ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর সহ সভাপতি মো. লিয়াকত আলী গাজী, সাধারণ সম্পাদক মো. রাজিউর রহমান।