বিশ্বনাথের মুড়াউনার মানুষের স্বপ্ন: গ্রামে প্রবেশের রাস্তা পাকাকরণ
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের সবচেয়ে বেশি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত একটি গ্রাম মুড়াউনা।এ গ্রামের মানুষ এখনো স্বপ্ন দেখে। কবে শেষ হবে তাদের স্বপ্ন দেখা।
স্বাধীনতার ৫২ বছর পার হলেও আজও বাস্তবে রুপান্তর হয়নি তাদের সেই স্বপ্ন। উপজেলার প্রতিটি এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ঠিকই কিন্ত আজ অবধি সেই গ্রামে প্রবেশের কাঁচা রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাটি ভরাট ও পাকাকরণের অভাবে আদিকালের রাস্তার মতো দৃশ্যমান হয়ে আছে আজও।
রাস্তাটি দেখলে মনে হয় গ্রামের বাসিন্দারা এই ভুখন্ডের নয়। কত নির্বাচন হলো কতজন নির্বাচিত হলেন কিন্তু কাজের কাজ আজও হয়নি। তারা মনে হয় ভূলেই গেছেন এই গ্রামটি যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত রয়েছে।তাদের সেই স্বপ্ন কি স্বপ্নই থাকবে? নাকি স্বপ্ন, হতাশা,আর শংকা নিয়েই থাকতে হবে চিরকাল।
এক সময় এ গ্রামে মুলমানদের পাশাপাশি অনেক হিন্দু পরিবার একসাথে বসবাস করতো। কিন্তু উন্নয়ন বঞ্চিত সেই গ্রামের হিন্দু ও বিত্তশালীগন যুগযুগ ধরে কাঁচা রাস্তার ভোগান্তি সহ্য করতে না পেরে শহর জীবন বেচে নিয়েছে। তার কারণ আধুনিক তথ্য প্রযুক্তির এ কালে রাস্তার এমন অবস্থা থাকলে তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারবেনা মর্মে তাদের এ চলে যাওয়া।রয়েছেন শুধু গরীব ও নিম্নবৃত্ত মানুষজন।তারা কি কাঁদাজল মাড়িয়ে সারাজীবন চলাচল করবে? নাকি তাদের গ্রামে প্রবেশের সেই রাস্তাটি মাটি ভরাটসহ পাকাকরণে কোন জন প্রতিনিধিগনের নজরে পড়বে।
গ্রামটিতে রয়েছে সহস্রাধিক লোকের বসবাস।রয়েছে রয়েছে শতাধিক স্কুল,কলপজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী।বর্ষা মৌসুমে গ্রাম থেকে বের হতে হলে একমাত্র চলাচলের বাহন হিসেবে থাকে কলাগাছের ভেলা ও নৌকা। সে সময় শিক্ষার্থীরা ঠিকমত পাঠগ্রহণ করতে প্রতিষ্ঠানে যেতে পারেনা।হাট বাজার ও রোগী নিয়ে বের হতে অনেক হিমশিম খেতে হয় এখানকার মানুষের। এমনিতেই রাস্তাটিতে অল্প বন্যা হলে বৃষ্টির পানিতে ডুবে যায়।
২০১৩ অথবা ২০১৪ সাল তার পরবর্তী স্থানীয় ইউপি সদস্যরা রাস্তাটিতে মাটি ভরাটের কাজ করলে কিছুটা চলার উপযোগী হলে তা পরবর্তীতে বন্যায় মাটি গলে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে উক্ত রাস্তাটি এখন সরু হয়ে গিয়েছে। বিশ্বনাথ-খাজাঞ্চী ভায়া সড়কের নোয়াগাও নামক স্থান থেকে রাস্তাটি সংযোগ হয়ে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্য ঐ রাস্তাটি কি আদৌ মাটি ভরাটসহ পাকাকরণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর এর আওতায় স্থানীয় জনপ্রতিনিধিগনের নজরে পড়বে? এমনটাই বলছেন এ গ্রামের বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এ গ্রামের বাসিন্দা জানান,তারা সংসদ সদস্যসহ সব জনপ্রতিনিধিদের কাছে গিয়ে রাস্তার কথা বলেছেন।তারা শুধু আশ্বাস দিয়েছেন কিন্তু সেই আশ্বাস আজও আশ্বাসের ফাইলে পড়ে আছে। তিনি আরো জানান,বর্তমান সংসদ সদস্যসহ সকল জনপ্রতিনিধিদের কাছে তাদের একটাই আকুতি বিশ্বনাথের এই অবহেলিত গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি মাটি ভরাটসহ পাকাকরণে তারা যেন এগিয়ে আসেন।