‘অখ্যাত’ ক্রিকেটার বিক্রি হলেন সাড়ে ৮ কোটি রুপিতে!

দৈনিকসিলেটডেস্ক
আইপিএলের নিলামে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়নি এমন ক্রিকেটারদেরও চড়া দামে কিনছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
জাতীয় অভিষেক না হওয়া ভারতীয় ক্রিকেটার সামির রিজভিকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অখ্যাত এই ক্রিকেটার এত বেশি দামে বিক্রি হওয়ায় অবাক হয়েছেন অনেকেই।
এবারের নিলামে সামির রিজভির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২০ লাখ রুপি। সেখান থেকে বাড়তে বাড়তে দাম উঠেছে ৮ কোটি ৪০ লাখ রুপি। আরেক অনভিষিক্ত ক্রিকেটার শুভহামের দাম উঠেছে ৫ কোটি ৮০ লাখ রুপি। তার ভিত্তিমূল্যও ছিল ২০ লাখ রুপি।
কিন্তু সামির কেন এত দামে বিক্রি হলেন? এর কারণ আছে যথেষ্টই। ২০ বছর বয়সী এই ব্যাটার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে উত্তর প্রদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন।
টুর্নামেন্টে দুটি সেঞ্চুরিসহ ৯ ইনিংসে ৪৫৫ রান করেছেন সামির। তার প্রতিভা দেখে তিনটি ফ্র্যাঞ্চাইজি ট্রায়ালে ডেকেছিল। সে ট্রায়ালে পাঞ্জাব কিংসও ছিল, যেখানে আবার কাজ করেছেন সামিরের রাজ্য দলের কোচ সুনিল জোশি।
তবে উত্তর প্রদেশের অনূর্ধ্ব-২৩ স্কোয়াডে থাকায় ট্রায়ালে যোগ দিতে পারেননি সামির। কিন্তু অনূর্ধ্ব-২৩ দলের হয়ে যা করার, করেছেন। রাজস্থানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৬৫ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
উত্তর প্রদেশ সেই টুর্নামেন্ট জেতে। সামির আবার ফাইনালে খেলেন ৫০ বলে ৮৪ রানের আরেকটি ঝোড়ো ইনিংস। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি।
বিজ্ঞাপন