ভারতের পার্লামেন্ট থেকে ১৪১ এমপি বরখাস্ত
দৈনিকসিলেটডেস্ক
ভারতের লোকসভা থেকে আরও ৪৯ জন এমপিকে বরখাস্ত করা হয়েছে। সবমিলে দেশটির পার্লামেন্ট থেকে এক সপ্তাহের ১৪১ জন এমপিকে বরখাস্ত করা হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত সপ্তাহে লোকসভার অধিবেশন চলাকালীন সেখানে ঢুকে পড়েন দুই যুবক। এরপর সেখানে রঙিন ধোঁয়া ছেড়ে দেন। সংসদ ভবনের বাইরেও দুজন ধোঁয়া ছেড়ে একাত্মতা প্রকাশ করেন। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে মূল পরিকল্পনাকারীকেও। এরপর থেকেই সংসদে নিরাপত্তার প্রশ্ন বারবার তুলছে বিরোধী দলের সংসদ সদস্যরা।
এ ঘটনা নিয়ে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। তার পদত্যাগও দাবি করেন কেউ কেউ। এই প্রতিবাদের জেরে প্রথমে ১৪ এমপিকে বরখাস্ত করা হয়। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি।গতকাল সোমবারও বিরোধীরা সরব হন ওই ঘটনা নিয়ে। একদিনেই লোকসভা ও রাজ্যসভার ৭৮ জন এমপিকে বরখাস্ত করা হয়।
আজ মঙ্গলবার নতুন করে বরখাস্ত করা হয় আরও ৪৯ জনকে। সব মিলে এখন বরখাস্ত হওয়া এমপির সংখ্যা ১৪১। ভারতীয় পার্লামেন্টের আর কোনো অধিবেশনে কখনও এতজন এমপিকে একসঙ্গে বরখাস্ত করা হয়নি। বরখাস্ত সাংসদদের মধ্যে রয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বিধানসভায় দলের উপনেতা গৌরব গগৈও।