সুনামগঞ্জ তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প শুনলেন শিক্ষার্থীরা

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
মহান বিজয়ের মাসে ৭১ এর রণাঙ্গনের গল্প শুনালেন বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন। সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার এই বীর সেনানী বিশেষ অতিথি হয়ে মুক্তিযুদ্ধের গল্প শুনালেন শিক্ষার্থীদের।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে”মহান বিজয় দিবস উদযাপন-২০২৩ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা” করে জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনেন। জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিম। জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল হায়দার, সুনামগঞ্জ পৌরসভার উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক সুবাস চন্দ্র দাস, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, দৈনিক সংবাদ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান।
এর আগে সকাল ১০টায় একই স্হানে ‘মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধকল্পে মাদকবিরোধী আলোচনা সভা ও মাদকের ভয়াবহতা তুলে ধরে ‘শর্ট ফিল্ম প্রদর্শন’ করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ‘কিংস অফ বলাকা (ইয়ুখ অর্গানাইজেশন)’। অনুষ্টানে বক্তব্য দেন-জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল হায়দার, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমসহ অনেকে।