সুনামগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের লিফলেট বিতরণ
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা তিনটায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার পয়েন্ট, ডিএসরোড, কালী বাড়ি পয়েন্টসহ বিভিন্ন এলাকায় প্রচারণার মাধ্যমে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান এই ছাত্রলীগ নেতা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের মানুষের মুখের ভাষা যেমন পাকিস্তানিরা কেড়ে নিতে পারেনি, আমাদের ভোটের অধিকারও পাকিস্তানি স্বৈর শাসকের সমর্থক বিএনপি-জামাতরা কেড়ে নিতে পারবে না। তিনি বলেন, বিএনপি জামাতের রাজনৈতিক ভাষা হচ্ছে সহিংসতা। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দেশে ভোটের একটা গণজোয়ার তৈরি হয়েছে। এটি নৌকার পক্ষে যেমন গনজোয়ার তৈরি হয়েছে তেমনি গণতন্ত্রের পক্ষে। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সভাপতি রাকিব হাসান, ইবলুল হামাস, আল আমিন রহমান,জেলা ছাত্রলীগ সভাপতি দিপংকর কান্দি দে, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান রিপন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাফায়াত জামিলসহ ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।