জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযান: আটক-১
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেট জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৪৯৯ পিস শাড়ি , পিকাআপ গাড়ি জব্দসহ এক চোরাকাবারীকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে রাত ০৩ঃ৩০ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার এস আই (নিঃ) রসুল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেপুর ইউনিয়ন এর অন্তর্গত চাঁনঘাট মৌ ভেরাইটিজ ষ্টোর নামক বন্ধ দোকানের সামনে ফতেপুর টু গোয়াইনঘাট গামী পাকা রাস্তার উপর থেকে রাত ০৩:৩০ টায় ৪৯৯ টি ভারতীয় শাড়ী, যার বাজার মূল্য ৬,৪৮,৭০০টাকা ও ১ টি এইচ পিক আপ গাড়ি উদ্ধার করেন।
আটক আসামির নাম,ফয়সাল আহমেদ(২৪) পিতা মোজাম্মিল আলী রাধানগর গোয়াইনঘাটের বলে জানা যায়। পুলিশ এর উপস্হিতি টের পেয়ে অপর ২ জন আসামি দৌড়াইয়া পালিয়ে যায়। জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম পিপিএম বলেন, চোরাকাবার নিয়ন্ত্রণে দিনরাত পুলিশের বিশেষ টিম কাজ করে যাচ্ছে।